নিজস্ব প্রতিবেদক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অর্নিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
চলমান কোটা সংস্কারের আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ নামে এক শিক্ষার্থী মারা যায়।
এতে পুলিশ, ছাত্রলীগ, সাংবাদিক ও কোটা আন্দোলনকারীসহ শতাধিক আহতের ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে । সেই সাথে ১৭ জুলাই ২০২৪ বুধবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১০৬তম জরুরি এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply