কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সম্প্রীতি রক্ষায় হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে মতবিনিময় করেছে। এসময় উপজেলা সদরের বিভিন্ন মন্দির পরিদর্শন করে নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ৷
আজ ৬ আগষ্ট মঙ্গলবার সন্ধার পর কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় সাংবাদিকদের নিয়ে এই কর্মসূচি পালন করা হয়েছে। এসময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও জামাতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জামাত নেতৃবৃন্দ বলেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করবে। আপনারা আমাদের ভাই। আমরা মিলেমিশে শান্তিতে বসবাস করে চাই। আপনাদের নিরাপত্তা দেওয়া আমাদের ইবাদতের অংশ৷
এসময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের সাধুবাদ জানিয়ে বলেন, ‘আপনারা আমাদের অভয় দেওয়াতে মনোবল শক্তি বেড়ে গেলো। এর আগে কখনো এমন আশ্বাস ও সহায়তা পাইনি৷’
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সাবেক সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, কটিয়াদী প্রেস ক্লাবের আহ্বায়ক ফ.হ. আলমগীর জোয়ারদার, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদুল হাসান,সহ সেক্রেটারি সাইদুর রহমান বিএসসি, উপজেলা শূরা সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, জামাতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুফতি শফিকুল ইসলাম নূরী, এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব সাহা বিপদ, সদস্য সচিব দ্রুব রন্জন দাস, সাবেক সভাপতি দিলীপ কুমার সাহা, দর্পণ ঘোষ প্রমুখ। এ সময় কটিয়াদী প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে উপজেলার বিভিন্ন মন্দির ও এলাকা পরিদর্শন করা হয়েছে।
Leave a Reply