জ্যেষ্ঠ প্রতিবেদক
দেশের বিদ্যমান পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান তিনি।
মির্জা আব্বাস বলেন, নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকবে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে হামলার অভিযোগ আসছে। বিভিন্ন জায়গায় অনেকে অপকর্ম করতে চাচ্ছে। এসব সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। অনেকে খোলস পাল্টে সুযোগ-সুবিধা নিতে চাইবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আমাদের দেশের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে মুক্ত করতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। আমরা প্রতিনিয়ত দোয়া করতাম ফ্যাসিবাদ থেকে খালেদা জিয়া ও দেশের মানুষকে মুক্ত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সে দোয়া কবুল করেছেন। যারা এ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
গতকাল (মঙ্গলবার) আমাদের অনেক নেতা কারামুক্ত হয়েছেন। ফ্যাসিস্ট সরকার পানির স্রোতের মতো করে নেতাকর্মীদের জেলে ঢুকিয়েছে। দীর্ঘ ১৭ বছর পর মঙ্গলবার নেতাকর্মীরা শান্তিতে ঘরে ঘুমাতে পেরেছেন। আমিও অনেক শান্তিতে ঘুমিয়েছি।
তরুণদের নিয়ে দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’- এ স্লোগান আপনারাই বাস্তবায়ন করবেন। দেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি, তা আপনারা তরুণদের নিয়ে বাস্তবায়ন করবেন।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ দিন ধরে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সব কয়টি অঙ্গ-সংগঠনকে ধন্যবাদ জানাই।
আজকের দিনের তরুণসমাজ আগামীদিনের ভবিষ্যৎ। যেসব তরুণ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন হয়েছি। ছাত্র-জনতার সেই অর্জন ধরে রাখতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার সবাইকে সমানভাবে দিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
আমির খসরু বলেন, আজকে সমগ্র জাতির জন্য কাজ করতে হবে। কোনো বিভেদ রাখা যাবে না, সবার চিন্তা-ভাবনার প্রতিপালন করতে হবে। তিনি বলেন, গণতন্ত্র, অর্থনীতি, রাজনীতি ও সাংবিধানিক অধিকার সব নাগরিকের জন্য নিশ্চিত করতে হবে। কোনো মহলের স্বার্থের প্রতিফলন ঘটানো যাবে না।
বিএনপির এ সিনিয়র নেতা বলেন, জনগণের স্বার্থে কোনো আপস করা যাবে না। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সজাগ থাকতে হবে।
Leave a Reply