মোঃ মানিক (সোনারগাঁ) প্রতিনিধি:
সোনারগাঁওয়ে গত ৫ ই আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যায় এ সংবাদ মিডিয়া যোগে খবর পাওয়া সাথে সাথে ঢাকা শহর সহ সারা বাংলাদেশ ছাত্র জনতার সাধারণ মানুষ ও বিএনপি, জামায়াত ও অন্যান্ন দলের অংঘ সংগঠনেে মানুষ মিলে প্রতিটি এলাকায় আনন্দ মিছিল উল্যাস মুখরিত বিজয় মিছিল করেন, অন্য সব এলাকার মতোই নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে ছাত্রদের বৈষম্য বিরোধীআন্দোলন ছাত্র জনতার এক দফা দাবি পুরন হয়, বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত হয়,অবশেষে ৫ ই আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যায় এ সংবাদ শুনে দুপুরের পরে সোনারগাঁওয়ে আওয়ামী লীগ নেতা কর্মী গাঁ ডাকা দেয়, সোনারগাঁওয়ে সকল ছাত্র জনতা,ও বিএনপির সকল কর্মী বিভিন্ন অঙ্গ সংগঠনে মানুষ এক জোট হয়ে সোনারগাঁও উপজেলা চৌরাস্তায় থেকে গন মিছিল নিয়ে উপজেলা চত্বরে এলাকায় ঘুরে মিছিল করেন পরে মহিলা কলেজ পার্কের মোর স্মৃতি স্বরণীয় স্তম্বে সবাই জরো হয়,উচ্চ কষ্টে আনন্দ মূহুর্তে মুখরিত পরিবেশ, বিভিন্ন স্লোগান মুখরিত, শেখ হাসিনা পলাইছে,সৈরাচার সরকার, ভুয়া ভুয়া,শেখ হাসিনা, তাদের কন্ঠ রটে,মোগরাপাড়া বাড়ি চিনিস এলাকার মৃত রশিদ মেম্বার এর ছেলে সোনারগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নিজাম উদ্দিন এর নেতৃত্ব এ সময়ে বক্তব্য রাখেন সোনারগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আতাউর রহমান এমতাবস্থায় তারা এই ৫ ই আগষ্ট স্বাধীনতার দিবস ঘোষণা দেয়, তারা বক্তব্যে বলেন কোটা বিরোধী আন্দোলন ছিল এই সৈরাচার শেখ হাসিনা মেধাবী শিক্ষার্থীদের মুল্যহীন করে ছিল, দূর্নীতি বাজ সরকার পতনের কারণে দেশবাসী খুশি এখন থেকে বিএনপির আরো শক্তি ভুমিকা গ্রহণ করতে হবে, আওয়ামী লীগের দূর্নীতি বাজ সরকার ছিল সৈরাচার বাতিল, এখন থেকে দেশ স্বাধীন জয় বাংলা জয় হোক বাংলারা মানুষের।
Leave a Reply