মোঃ শাহজাহান ফকির, বিশেষ প্রতিনিধি:
শেখ হাসিনা সরকার পদত্যাগের পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের মন্দির ও বাড়ি-ঘর ভাংচুর সহ পরিবারের সদস্যদের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ আগস্ট) বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নান্দাইল উপজেলার শাখার নেতৃবৃন্দের আয়োজনে বেলা ৩টার দিকে নান্দাইল উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। “তুমি কে ? আমি কে ? বাঙ্গালি, বাঙ্গালি” স্লোগানে স্লোগানে মুখরিত বিক্ষোভ মিছিলটি নান্দাইল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের একপাশে ব্যানার নিয়ে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, এদেশে যারা বাস করে এবং এদেশে যাদের জন্ম হয়েছে, তারা সবাই বাঙ্গালি। “তুমি কে ? আমি কে ? বাঙ্গালি, বাঙ্গালি”। তাই দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের মন্দির, বাড়িঘর ভাংচুর ও হামলার প্রতিবাদের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট এর সুনির্দিষ্ট বিচার দাবী জানান।
এসময় সংখ্যালঘুদের বিক্ষোভ মিছিলকে সমর্থন জানান সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, যুবদল নেতা রেজাউল করিম ভূইয়া বিপ্লব প্রমুখ নেতৃবৃন্দ।
মিছিলে বীর মুক্তিযোদ্ধা সুজয় দেব, দিলীপ কুমার সাহা, এডভোকেট ধীমান কুমার সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র সাহা রায়, বাবুল পল্লব রায় সহ সংখ্যালঘু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে এপর্যন্ত নান্দাইলে সংখ্যালঘু পরিবারের মন্দির বা বাড়িঘর ভাংচুরের কোন অভিযোগ পাওয়া যায়নি।
Leave a Reply