ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা সহ ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকল ছাত্র-জনতার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) নান্দাইল চৌরাস্তা বাজারে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ইয়াসের খান চৌধুরীর নির্দেশনা মোতাবেক তাঁর সমর্থিত নেতাকর্মীরা উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ও উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপি নেতা নাজমুল হাসান, উপজেলা যুবদল নেতা সাকিল মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহম্মেদ অনিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন প্রমুখ।
এসময় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিল্প বিসয়ক সম্পাদক আলহাজ্ব মাসুদ আলী মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুকন উদ্দিন মাহমুদ, শ্রমিক দল নেতা সাইদুর রহমান, যুবদল নেতা আপেল মাহমুদ পাভেল, হাফেজ মামুন সহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। বক্তব্য শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply