1. admin@alokitoshomachar.com : sh@admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম:
‘নির্বাচন বিলম্ব করার সঠিক হবে না’ রূপগঞ্জে হবধূর মরদেহ রাস্তায় ফেলে পালানোর সময় স্বামী-শাশুড়ি আটক বন্দরে মশার কয়েলের আগুনে পুড়ল আওয়ামী লীগ নেত্রীর বাড়ি ৭৫ টাকায় গ্যাস আমদানি করে ১২-১৭ টাকায় বিক্রি করা জ্বালানি খাতের টেকসই সমাধান নয়: জালাল আহমেদ কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আ’লীগের ব্যানারে মিছিল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান বিচারকদের অন্যায় করার কোনো সুযোগ নেই: আইন উপদেষ্টা কলেজ ছাত্র হত্যার কথা স্বীকার করে ফেসবুক পোস্টে যুবকের আত্মসমর্পণ  হোসেনপুরে পত্রিকা হকার দম্পত্তির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন ও মাদক নিমূল আলোচনা সভা

আজকে অনেক সাংবাদিক আমাকে নিয়ে লিখবেন বলছেন। আমি কে তার প্রমাণ দিবেন।

  • প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১০৯ বার শেয়ার করা হয়েছে।

অথই নূরুল আমিন

অনেক সাংবাদিক গণ কয়েকদিন ধরে অনেক কথাই আমাকে বলছেন। ফেসবুকের সকল পোষ্ট তাদের সংরক্ষণে আছে। আপনি কোন দলের ইত্যাদি ইত্যাদি। আমি যে কে তারা হয়তো এটা ভালো করে জানেই না।

2002 বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কে আমি পরামর্শ দিয়েছিলাম। তারা তাও জানে না, আজকের অন্তর্বর্তীকালীন মাননীয় সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস 2007 এ একটি রাজনৈতিক গঠন করতে চেয়েছিলেন। সেই রাজনৈতিক দল গঠন বন্ধ হয়েছিল আমার একটি প্রবন্ধ অনুসরণ করেন এবং দল গঠন প্রক্রিয়া বন্ধ করে দেন তিনি। সেই প্রমাণও আমার কাছে আছে।
আমি ইরাকের যুদ্ধের সময় সাদ্দাম হোসেনকে পরামর্শ দিয়েছিলাম। যে পরামর্শ দৈনিক ইনকিলাব পত্রিকায় ছাপা হয়েছিল।
2016 সালে ডোনাল ট্টাম্পকেও আমি পরামর্শ দিয়েছিলাম।

আজকে যারা আমাকে আওয়ামী লীগ সনাক্ত করতে চেয়েছেন। তারা হয়তো জানেন না। 2019 এ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কলাম লিখেছিলাম। বলেছিলাম আপনি আওয়ামী লীগের যে ক্ষতি একাই করেছেন। বাংলাদেশের সকল বিরোধীরা মিলেও এত ক্ষতি করতে পারেনি।

আমি সেদিন বলেছিলাম। ছাত্রলীগ থামান। ওরা তো পাগলা কুকুরের মত আচরণ করছে। আমি বলেছিলাম ডা. দীপু মনি শিক্ষা সব নষ্ট করে দিচ্ছে।

2002 আমি সেদিন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে পরামর্শ দিয়েছিলাম। কথা আরো কম বলতে হবে।
আমি জামায়াতে ইসলামী কে 2003 সালে বলেছিলাম বলেছিলাম। তাদের সদস‍্য সংগ্রহ পদ্ধতি পরিবর্তন করতে পারলে সকল শ্রেণি পেশার লোকদের কে দলে সম্পৃক্ত করতে পারলে একক ভাবে ক্ষমতায় আসা সম্ভব।
আমি একটা সুন্দর আদর্শকে পছন্দ করি। দেশের সাধারণ মানুষ ভালো থাকবে। সেই মর্মে আমি কলাম লিখি। গত পনেরো বছরে আমি কোনো মন্ত্রী এমপির সাথে সেলফি তুলিনি। কারণ আমি কোনো তোষামোদ কারী নই। আর তোষামোদ কারী না হলে কোনো দল তাকে কর্মী বানায় না।
সবাই আমার অগ্নিচিঠি বইটি পড়ুন। আমার পরিচয় জানতে পারবেন।
অযথা আমাকে কোনো রাজনৈতিক দলের বাবা মা আত্মীয় বানিয়ে দিয়েন না। অপ্রিয় সত্য কথা বললে আপন বাবা মায় তো অবাধ‍্য সন্তান বলে গালী দেয়। তাহলে আমাকে দল নিবে কেন। বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত যত সরকার ক্ষমতায় এসেছে। তারা সবাই দুর্নীতি করেছে। আর আমি সবসময় দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করেছি।

যাকে বলে প্রতিবাদী লেখা। ভালো মন মানসিকতা যদি আপনাদের থেকে থাকে তাহলে আশা করি আমার পক্ষেই লিখবেন। পরিবেশে বলতে চাই। আমি কোনো এজেন্ডা বাস্তবায়নে কাজ করি না।আমি জানি কোনো এজেন্ডা বাস্তবায়ন কারীরা সবসময় জাতির শত্রুতে পরিণত হয়। দুইদিন আগে বা পরে। আমাদের আরেকটি সমস্যা হলো যখন যে দল ক্ষমতায় আসে তারাই মনে করে। তাদের ক্ষমতা আর যাবে না। কথাটি সবসময় মনে রাখবেন। আজকে এই পযর্ন্তই সবাই ভালো থাকবেন।

অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
17 / 8/ 2024

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি