মোঃ সুমন মিয়া কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ সদর উপজেলা মহিন্দন ইউনিয়নের গালিম গাজী এলাকায় সবুজ পল্লব ফাউন্ডেশন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৩ আগস্ট ) সবুজ পল্লব ফাউন্ডেশন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা হয়।
মো: তাজউদ্দিন এর সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন সবুজ পল্লব ফাউন্ডেশন এর কিশোরগঞ্জ শাখার উপদেষ্টা মো: আজিজুল ইসলাম, মো: আব্দুল্লাহ, মো: মোস্তফা জামাল জানি সহ সংগঠন এর অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আগামী দিনের পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ ও বনায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এবং পরবর্তীতে সবুজ পল্লব ফাউন্ডেশন এর সদস্যগণ কর্তৃক ৩১৪ টি বৃক্ষ রোপণ ও এলাকাবাসীর মধ্যে বিতরণ করেন।
আশিকুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুলতান শামীম, নূরুল আমীন, ইউসুফ মিয়া, মো: সারোয়ার আলম সহ প্রমুখ। এ বিষয়ে সবুজ পল্লব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এন. নাহা জানান এটা চলতি বছরে আমাদের ২য় ক্যাম্পেইন ছিল এবং আমরা নিম, জলপাই, কাঠাল, মেহগনি গাছের ৩১৪ টি চারা রোপণ ও বিতরণ করেছি। তিনি আরও বলেন চলতি মৌসুমে আমাদের সবুজ পল্লব ফাউন্ডেশন এর উদ্যোগে আরও বেশ কিছু বৃক্ষরোপণ করা হবে ইনশাআল্লাহ ।
Leave a Reply