ময়মনসিংহের নান্দাইলে ইউপি চেয়ারম্যানের পদ ত্যাগের দাবিতে ইউপি ভবনে তালা দিয়েছে ছাত্র-জনতা। পরে খবর পেয়ে তালা ভেঙে ভিতরে ঢুকে ওই পরিষদের মেম্বার-জনতা। এমনটি ঘটেছে নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়ন পরিষদ তথা ইউপি ভবনে। জানা গেছে, মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল দশটার দিকে গাংগাইল ইউনিয়নের ছাত্র-জনতা আওয়ামী সরকারের আমলে প্রহসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়নের পদত্যাগের দাবি জানিয়ে ইউপি ভবনে তালা লাগিয়ে দেয়। তালা লাগানোর পূর্বে পরিষদে থাকা গ্রাম চৌকিদারকে বের করে দিয়ে তারা পরিষদে তালা লাগায়। পরে ছাত্র সৌরভ ও সোহাগের নেতৃত্বে ইউপি ভবনের সামনে চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বিভিন্ন বক্তব্য প্রদান করে। বক্তব্যে তারা বলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচার সরকার শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি আদায়ের আন্দোলনে ইউপি চেয়ারম্যান এড. আসাদুজ্জামান নয়নের নেতৃত্বে ছাত্রদের হামলা ও নির্যাতন করার অভিযোগ তুলে ধরেন। বক্তব্য শেষে নান্দাইল উপজেলা প্রশাসনের নিকট এক স্মারকলিপি প্রদান করেছে বলে ছাত্ররা জানায়। পরিষদে তালা লাগানোর সংবাদ পেয়ে ইউপি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার বিউটি আক্তার সহ অন্যান্য ইউপি মেম্বার-জনতা ওই তালা ভেঙে পরিষদে ঢুকে। পরে ইউপি চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন খবর পেয়ে ঘটনাস্থল তথা ইউনিয়ন পরিষদে যান এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার বরদাস্ত করবে না। সে যেই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply