” প্রেম/ভালোবাসার আরেক নাম কষ্ট এমনি
বেদনাময় স্কুল জীবনের ভালোবাসা কাল্পনিক গল্প নিয়ে রাজ-হৃদয় এর পরিচালনায়: স্কুল জীবনের ভালোবাসা-২ মিউজিক ভিডিও নিয়ে এবারের ধামাকা আসছে খুব শীগ্রই!
” পিরিতের কৌসল,অহংকারী মাইয়া,মনের ব্যাথা,দহন,স্কুল জীবনের ভালোবাসা, আমার স্বপ্নে দেখা মনটা,দরদের প্রিয়া,ওনিঠুর বন্ধুরে,পুড়াই গেলা মোরে,ধনী গরিবের প্রেম,স্কুল প্রেম,মনটা দিলা অনেক বড়,ইত্যাদি ”শিরোনামের বেশ কিছু গান প্রকাশের মাধ্যমে রাতারাতি সোশ্যাল মিডিয়াতে আলোচনায় এসেছে বর্তমান সময়ের উদীয়মান তরুন অভিনেতা রাজ/হৃদয় !
রোমাঞ্চকর ও ইমোশনাল গল্পে নির্মিত অল্প সময়ে গান গুলো ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন!
এবার ও নিজের গল্প ও পরিচালনায়:
K/MEDIA ইউটিউব চ্যানেল এর ব্যানার থেকে রিলিজ হতে যাচ্ছে Hridoy avro এর গাওয়া স্কুল জীবনের ভালোবাসা-২ শিরোনামের
নতুন আরো একটি গান ।
গানটিতে অভিনয় করেছেন, আসাদুল,কিম’লিওনি,আরিয়ান,রায়হান ও রুহান! সৌরভ রিক গানটির চিত্র ধারণে ছিলো গানটি মিউজিক করেছেন আনিম খান !গানটি’র প্রডিউসার প্রবাসী রবিউল ইসলাম জগৎচর ও রামদী আউটডোরে সুট করা হয়েছে গানটির
এ বিষয়ে তরুণ অভিনেতা ও ডিরেক্টর :
রাজ/ হৃদয় বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি । আমার পরিচালনায় স্কুল জীবনের ভালোবাসা -২ গানটি সবার কাছে ভালো লাগবে এবং ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি , আমি আমার সাধ্যমতো কাজ করে যাচ্ছে বাকিটা আপনাদের ভালোবাসা ও দোয়া । আমাদের জন্য সকলে দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই পরিশেষে বাংলা গান শুনুন এবং শ্রদ্ধাতার সঙ্গে সাথে ভালো আর সুস্থ থাকুন ।
Leave a Reply