কিশোরগঞ্জের ভৈরবে ছবি তুলে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুইজন স্কুলছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় একই এলাকার বর্ণ নামের আরেকজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভৈরব পৌর শহরের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, ভৈরবপুর উত্তরপাড়া এলাকার স্বপন মিয়ার ছেলে সুফল (১৪) ও মুসলিমের মোড় এলাকার আতাউল্লা মিয়ার ছেলে মুন্না (১৫)।
জানা যায়, ঘুরাফেরার উদ্দেশ্যে শুক্রবার বিকালের পর মোটরসাইকেলে করে তিন বন্ধু উপজেলার বাশগাড়ী এলাকায় কাশফুল বনে ছবি তুলতে যান।
বনের কাশফুলের ছবি তোলা শেষে বাড়ির ফেরার পথে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের মোটরসাইকেলটি শম্ভুপর পাক্কারমাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয় এবং ঘাতক ট্রাকচালক ও সিএনজি চালক নিজ নিজ গাড়ি নিয়ে পালিয়ে যায়।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়া নাজমুন প্রভা বলেন,তাদের মাথায় প্রচণ্ড আঘাত থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।
Leave a Reply