1. admin@alokitoshomachar.com : sh@admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও শিশু নির্যাতন দমন ও মাদক নিমূল আলোচনা সভা সাংবাদিকের ভালোবাসার টানে ঘর ছেড়েছেন,ডেনমার্কের রোমানা মারিয়া হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের ভুয়া সনদে পদোন্নতির অভিযোগ কটিয়াদীতে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা নান্দাইলে অসহায় পরিবারের জায়গা দখলে রেখেছে প্রভাবশালী ব্যক্তি বিয়ে শেষে ভাগ্নিকে এগিয়ে দিতে গিয়ে খুন হলেন মামা নান্দাইলে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের পরিকল্পনামন্ত্রীর ভাতিজা যুবলীগ নেতা ফারুক গ্রেফতার বাজিতপুরের বলিয়াদীতে অজু খানা উদ্বোধন করেন জামায়াত নেতা অধ্যাপক রমজান আলী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশী আকরাম হোসেন নিহত হয়েছে 

কটিয়াদীতে ডেভেলপমেন্ট ফর সোসাইটি প্রশংসনীয় কাজ করছে নারীদের জন্য।

  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ বার শেয়ার করা হয়েছে।

কটিয়াদী ( কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কটিয়াদী পৌরসদরে কামারকোনা,ভোগপাড়াসহ পার্শ্ববর্তী গ্রামের মানুষের সমন্বয়ে ২০১৩ সালের ১লা জানুয়ারী ” ডেভেলপমেন্ট ফর সোসাইটি ডিপিএস নামে

অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ মুলক সংগঠন হিসেবে কাজ করার মানসে যাত্রা শুরু করে। সরকারী,বেসরকারী অন্যন্য সংস্হা থেকে সুযোগ সুবিধার স্বার্থে ” মহিলা বিষয়ক মন্তনালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর, কিশোরগঞ্জ থেকে রেজিষ্ট্রেশন গ্রহন করে যার নং-জেমবিককা/ কিশোর/১৯৯ তারিখঃ-১৬/০১/২০১৪ খ্রিঃ অপর দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ থেকে রেজিষ্ট্রেশন /তালিকা ভুক্তি করেন যার নং-যুউঅ/ কিশোর-৩৯৩,কটি-৫৯,তারিখঃ-২৮/০৮/২০১৪ খ্রিঃ মুলে অনুমোদিত সংগঠন হিসেবে স্বীকৃতি নেন।

সে থেকে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য সমাজের অনগ্রসর মহিলাদের কে বিভিন্ন প্রশিক্ষন দিয়ে আত্নকর্মশীল গড়ে তোলা,ক্ষুদ্র ঋনের মাধ্যমে বেকার সমস্যা দুরীকরণের ব্যবস্হা করা, আত্নকর্মসংস্হানের জন্য সৃষ্টি করা, ক্ষুদ্র ও কুঠির শিল্পের মাধ্যমে আত্নকর্মসংস্হানের ব্যবস্হা করা, বাল্য বিবাহ প্রতিরোধ করা,নারী নির্যাতন ও যৌতুক বিরোধী কার্যকম বাস্তবায়ন করা,ইভটিজিং প্রতিরোধ করার জন্য জনগনকে সচেতন করা,হাঁস মুরগী, গবাদি পশু পালন ও মৎস্য চাষ, বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে সদস্যগনকে আত্নকর্মশীল করে গড়ে তোলা, ডেঈুঁ প্রতিরোধ করা, মাদক বিরোধী সচেতনতা করা। বৃক্ষরোপন অভিযান করা, সেলাই এমব্রয়ডারী প্রশিক্ষন ও প্রকল্প।

বেকার মহিলাদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে ২৫ জন মহিলাকে পুর্নবাসনের ব্যবস্হা করা হয়েছে। ১৫ জন মহিলাকে ঋন দিয়ে কর্সংস্হানের ব্যবস্হা করা হয়েছে। বৃক্ষরোপন অভিযানে ৩৫০টি গাছের ছাড়া বিতরণ করা হয়েছে। ২০১৯ সাল হতে ৪৫০ জন কে কম্বল বিতরন করা হয়েছে। বেকার অসহায় মহিলাদের কর্মস্হানের জন্য ৩২টি সেলাই মেশিন বিতরন করা হয়েছে। যৌতুক নিবনা ও যৌতুক দিবনা অংগীকার নামায় ৪৫৫ জনের স্বাক্ষর নিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।, লাইব্রেরী স্হাপন করা হয়েছে। সমিতির সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে নারী ও যৌতুক বিরোধী ১০টি উঠান বৈঠক করে সচেতন করা হয়েছে।

নারী ও শিশু পাচাররোধে জনগনকে সচেতন করা হইতেছে।, বিভিন্ন জাতীয় দিবস পালন করা হইতেছে। নারীর অধিকার বিষয়ে বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্হা করা হইতেছে।

হাসঁ মুরগী পালন,শাক সাকসক্জী চাষ ও বিভিন্ন আয়বর্ধক কর্মসুচীর বিষয়ে সদস্যদের প্রশিক্ষন দেওয়া হয়েছে।

বিভিন্ন সরকারি দপ্তর সমুহ থেকে প্রাপ্ত অনুদানের অর্থ বিভিন্ন কর্মকাণ্ডে ব্যয় করা হয়ে থাকে। বিশেষ করে শীত মৌসুমে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

করোনা কালীন সময়ে সমিতির মাধ্যমে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্বাস্হ্য সচেতনতার জন্য সাবান,সেনিটাইজার,সেভলন,হ্যান্ড ওয়াশ, মাক্স বিতরণ করা হয়।এ সমিতির মাধ্যমে প্রতি ঈদে গরীব মানুষদের মাঝে খাবার সামগ্রী বিতরন করা হয়।

সংগঠনের সভানেত্রী জয়িতা শাহানাজ পারভীন জানান আমাদের এই সমিতির মাধ্যমে সমাজের বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছি। সরকারি বেসরকারি ও অন্যান্য যে,কোন পর্যায় থেকে সাহায্য সহযোগিতা পেলে আমরা আরো সমাজে নারীদের ক্ষমতায়নে কাজ করতে পারবো। ভবিষ্যতে

নারীদের দক্ষতাবৃদ্দির জন্য ভ্রাম্যমান সেলাই প্রশিক্ষন কেন্দ্র( ডিপিএস কর্তৃক পরিচালিত হবে)

ডিপিএস উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম গনমাধ্যমকে জানান যে সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সমাজ সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হয়েছে। আমরা সরকারি বেসরকারি পর্যায়ের সাহায্য সহযোগিতা পেলে সমাজ উন্নয়নে আরও অগ্রসর হতে পারব।

কটিয়াদী উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রায় ৩৫/ ৪০টি সমিতি রেজিষ্ট্রেশন করে পরবর্তীতে ২/৩ বছর কাজ করে সমিতির কার্যক্রম বন্ধ

রাখে বা কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বর্তমানে মহিলা বিষয়ক অধিদপ্তরের নবায়নকৃত সমিতির মাঝে আমাদের ডেভেলপমেন্ট ফর সোসাইটি ডিপিএস সংগঠনটি একমাত্র উপজেলায় কার্যক্রম পরিচালিত করে আসিতেছে।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি