মিজানুর রহমান কিশোরগঞ্জ সংবাদদাতা
দ্বিতীয় স্ত্রীর করা পর্নোগ্রাফির মামলায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন হীরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা।
তিনি জানান, হীরার কলেজ পড়ুয়া স্ত্রী কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে একটি পর্নোগ্রাফি মামলা দায়ের করেন। ওই মামলায় হীরাসহ তিনজনকে আসামি করা হয়। তারা হলেন- ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং তার বড় ভাই জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মোল্লা বাবু। এ মামলায় রোববার রাতে অভিযান চালিয়ে নাজমুল হোসেন হীরাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বিবরণে বাদী জানান, জেলা শহরের কলেজে পড়া অবস্থাতেই তাকে জোরপূর্বক বিয়ে করে হীরা। যদিও কাবিননামা হাতে পাননি তিনি। এর আগে নিজের প্রথম স্ত্রীর কথা গোপন রাখে সে। হীরা তার সঙ্গে গোপন মুহূর্তের ভিডিও এবং স্থিরচিত্র মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। তিন আসামিই হুমকি দিয়ে টাকা আদায় করেছেন বলে মামলায় উল্লেখ রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হীরা ও তার আপত্তিকর ছবিও ছড়িয়ে দেয়া হয়েছে।
Leave a Reply