ছাত্র-জনতার বিপ্লবের মুখে হাসিনা সরকারের পতনের কিশোরগঞ্জের নিকলীতে গোপাল চন্দ্র ঘোষ নামে এক ব্যক্তির মিষ্টির দোকানে স্থানীয় বিএনপি-যুবদলের একদল নেতাকর্মী হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এমনকি ফেসবুক ম্যাসেঞ্জারে ২০ লাখ টাকা চাঁদাও দাবি করেন যুবদল নেতাকর্মীরা।
কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের দামপাড়া বাজারের মিষ্টি ব্যবসায়ী ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগ নেতা গোপাল চন্দ্র ঘোষের কাছে গত ১২ সেপ্টেম্বর সুমন মাহমুন নামে দামপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়কের ফেসবুক আইডি থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তার সম্পদ লুট ও খুন করার হুমকি দেন। পরবর্তীতে নিকলী থানায় গোপাল চন্দ্র ঘোষ একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গোপাল চন্দ্র ঘোষ বলেন, ৫ আগস্ট আমার মিষ্টান্ন ভাণ্ডারে হামলা চালিয়ে ৭ লাখ টাকার ক্ষতি করেছে স্থানীয় সন্ত্রাসীরা। যার সিসিটিভির ফুটেজ রয়েছে। কিছুদিন পর তারা চাঁদা দাবি করেন। চাঁদা চাওয়ার ঘটনায় ১৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের পর থেকে আর কোনো হুমকি আসেনি। তবে এখনো আতঙ্ক কাটেনি। তবে অভিযুক্ত সুমনের মোবাইল ফোন নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল মোমেন মিঠু জানান, ঘটনা সম্পর্কে তিনি অবগত। সুমনের বিষয়ে উপজেলা কমিটির পক্ষ থেকে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক তাদের দলীয় প্যাডে লিখিত অভিযোগ আকারে জেলা কমিটির কাছে পাঠিয়েছেন। জেলা কমিটি বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে বলে তিনি আশাবাদী।
নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানান, তিনি গত ১৮ সেপ্টেম্বর এই থানায় যোগদান করেছেন, তাই এই বিষয়ে অবগত নন।
Leave a Reply