কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদী প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন।
গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি
আহবায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রকিবুল হায়দার টিটু (মানবজমিন),
ফখর উদ্দিন ইমরান (নয়াদিগন্তর), মোবারক হোসেন (সংগ্রাম), মাইনুল হক মেনু ( দিনকাল), মাসুম পাঠান (যায়যায়দিন), মো. নজরুল ইসলাম ( জবাবদিহি), ছাইদুর রহমান নাঈম ( সময়ের কন্ঠস্বর),
সাইফুল ইসলাম ( খবরপত্র,)
ধ্রুব রঞ্জন দাস ( সময়ের আলো),শফিকুল ইসলাম (ডেসটিনি),মফিজ উদ্দিন নয়ন( জনতা), দর্পন ঘোষ (বাংলাদেশের আলো),
মিয়া মোহাম্মদ ছিদ্দিক (ভোরের আকাশ), হারুন অর রশিদ (ব্রেকিং নিউজ), নাইম ইসলাম (নাগরিক ভাবনা), খাইরুল ইসলাম (গণমুক্তি),মুজাহিদ বিন জালাল (আজকের পত্রিকা), মাসুম বিল্লাহ তাহের (ময়মনসিংহ প্রতিদিন), নজরুল ইসলাম মজিব (ভোরের পাতা) প্রমুখ।
এসময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, কিশোর গ্যাংসহ নাগরিক সেবায় গণমাধ্যমের সহযোগিতা চান তিনি।
Leave a Reply