মনের বয়স বিশ
মোঃ শেখ নজরুল ইসলাম-কটিয়াদী কিশোরগঞ্জ।
আর কতো চাই, কতটুকু হলে
ফেলিবে স্বস্তির শ্বাস
আমি তো পিয়েছি কন্ঠ অবধি
তাও মিটেনি পিয়াস।
তুমিও কি ঠিক আমার মতো
কন্ঠ অবধি খাও?
শতো খাবার সামনে রেখেও
আরো খবার চাও?
পুরো পূর্ণিমার জোছনা পেয়েও
হয়নিকো অবগাহন?
পুরো বর্ষায় ভিজেও বুঝি
জুড়ায়নি ক্ষত দহন?
নতুনের পরে নতুন যদি
আবার কি পাও
নতুন করে কাছে পেতে বুঝি
মরিয়া হয়ে যাও?
বুঝনা বুঝি শরীরের দোহাই
অঙ্গের আহাজারি
মনের জুড়ে করো বাড়াবাড়ি
বাইতে উজান তরী
প্রসাধনী রঙের রঙিন কালিতে
লুকিয়ে বয়সের ভাঁজ
মনের তাড়নায় তরল ভাবনায়
সাজ মূর্তির সাজ
করিতে যোগাড় মনের খাবার
অঙ্গ প্রত্যঙ্গ গুলি
হেলিয়া পড়েছে অসাড় হয়ে
আঁখি দু’খানা মেলি
তাও বুঝি মনের মিটিলো না সাধ
মিটিলনা তৃষ্ণা পিয়াস
বুঝেছি আমি পারিব না আর
বাড়বে না মনের বয়স।
আমি এবার ঘুমিয়ে যাব
তুমিও চাইলে আসো
তারকার বেশে ক্ষুধাহীন দেশে
সুখের শিবিকায় ভাসো।
Leave a Reply