নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ রূপগঞ্জে ভুলতা ইউনিয়নে ৬নং ওয়ার্ডে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য মাদক ও দখলবাজের বিরুদ্ধে ২৯ তারিখের সমাবেশ সফল করতে বৃহস্পতিবার (২১শে নভেম্বর) বিকালে পাঁচাইখা মাদ্রাসা মাঠে ৬নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা আয়োজন করেন।
উপস্থিত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন ২৯ তারিখের সমাবেশ সফল ও সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য মাদক ও দখলবাজের বিরুদ্ধে এবং মোস্তাফিজুর রহমান দিপু ভূঁঁইয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সমাবেশ আয়োজন করা হয়েছে। নেতারা আরো বলেন যারা দলের নাম ভাঙিয়ে সন্তাস, চাঁদাবাজ, নৈরাজ্য, যারা করবে তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে ঠাঁয় নাই। আমরা মানুষের কল্যাণের জন্য সব সময় কাজ করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক, আরো উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সদস্য শিবলু ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র আহবায়ক সালাউদ্দিন দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইলিয়াস ভূঁইয়া, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হাফিজুর রহমান হাফিজ, ভূলতা ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো:এনামুল হক ও মো: শাহজালাল প্রমুখ।এসময় বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply