পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা;
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মো.রফিকুল ইসলামের বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এমনকি চাঁদার টাকা না পেলে পরিবহনের দুটি বাস পুড়িয়ে দেয়ার হুমকি দেয়ারও অভিযোগ রয়েছে। সোমবার (৯ডিসেম্বর) সকালে পৌরসদরের টিএনটি অফিস সংলগ্ন একটি অফিসে সংবাদ সম্মেলন আয়োজনের মাধ্যমে এমন অভিযোগ করেন নজরুল ইসলাম নামের এক পরিবহন ব্যবসায়ী।
নজরুল ইসলাম জেলা পরিবহন মালিক সমিতির সদস্য ও পাকুন্দিয়া উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পাকুন্দিয়া উপজেলার চরলক্ষিয়া গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম জানান, তিনি একজন পরিবহন ব্যবসায়ী। পৌরসদরের পলিগ্যান পাবলিক স্কুলের সামনে থেকে ঢাকা সায়েদাবাদ বাসস্ট্যান্ডে তার দুটি রয়েল মনোহরদী পরিবহন নামের বাস যাতায়াত করে। অভিযুক্ত শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম গত তিন মাস ধরে তার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। উল্লেখিত টাকা না দিলে বাস চলতে দিবেনা মর্মে হুমকি দেয়। একপর্যায়ে গত শনিবার (৭ডিসেম্বর) সকালে আমার দুটি বাসে হামলা চালিয়ে বাসের টুলবক্স ,অতিরিক্ত চাকা ও যন্ত্রাপাতই খুলে নিয়ে যায়। এবং দাবিকৃত চাঁদার টাকা না দিলে দুটি বাস পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা জাসাসের সিনিয়র যুগ্ন আহবায়ক মোশাররফ হোসেন ভূইয়া, পাকুন্দিয়া পৌর বিএনপির ৬ নং ওয়ার্ড সভাপতি বুলবুল আহমেদ, পাকুন্দিয়া পৌর যুবদলের ২ নং ওয়ার্ড সভাপতি বোরহান উদ্দিন, পাকুন্দিয়া পৌর শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মোবারক হোসেন বাবু প্রমুখ।এ ব্যাপারে অভিযুক্ত শ্রমিকদল নেতা মো.রফিকুল ইসলাম জানান ,আমার বিরুদ্ধে আনিত চাঁদা দাবির অভিযোগটি সম্পুর্ন মিথ্যা এবং বানোয়াট।রয়েল বাস কোম্পানি আমাকে বাসষ্ট্যান্ড পরিচালার জন্য লিখিত দায়িত্ব দিয়েছে। কিন্তু অভিযোগকারী নজরুল ইসলাম জোড়পূর্বক কোম্পানীর অফিস কক্ষটি তালা দিয়ে রেখেছে এবং স্ট্যান্ডের জায়গা দখল করে রেখেছে।আর এ জন্য তাঁর বিরুদ্ধে আইনি প্রদক্ষেপ প্রক্রিয়াদিন।
Leave a Reply