কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মোটর সাইকেল দিয়ে বাড়ি যাওয়ার পথে একদল সন্ত্রাসী কুপিয়ে গুরুতর আহত করেছে সাকিব হোসেন নামে এক শিক্ষার্থীকে।
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার সরারচর রোডে রাজলক্ষী ফার্মেসীর সামনে ২৫ ডিসেম্বর আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, পৌরসভার চরিয়াকোনার সাকিব হোসেন (২৫) ও আতাউল্লাহ আল মবিন (২২) কটিয়াদী বাজার থেকে মোটর সাইকেল দিয়ে বাড়ী যাওয়ার সময় একদল সন্ত্রাসী তাদেরকে আটকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী মারধর শুরু করে। এতে গুরুতর আহত হয় সাকিব। তাকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাকিব হোসেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটির সদস্য।
এ নিয়ে পৌরসভার পূর্বপাড়ার (বনিকপাড়া) মৃত মোহাম্মদ আলীর ছেলে মানিক ওরফে মানিক মুন্সি (৪৮)কে আসামী করে চরিয়াকোনার আতাউর রহমান (৫১) বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply