পাকুন্দিয়া রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন কার্যক্রম উদ্বোধন
২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে বোরো ধানের (উফশী জাত)সমলয় চাষাবাদের মাধ্যমে ৫০ একর জমিতে বøক প্রদর্শনী স্থাপনের নিমিত্তে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ৩ টায় (১৪ জানুয়ারি) পাকুন্দিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এগারসিন্দু ইউনিয়নে মঠখলা নতুন বাজার মাঠ সংলগ্ন প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ বিল্লাল হোসেন ।উপজেলা কৃষি অফিসার নুরে আলম সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিঃকৃষি অফিসার কর্মকর্তা আঃ সামাদ , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলত হোসেন ভূঁইয়া, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোশারফ হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন হামিম অত্র ব্লক উপসহকারী হামিমুল হক সোহাগ প্রমুখ।
Leave a Reply