কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক আলম মিয়া হত্যা মামলার মূল আসামি সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের
ভাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। গ্রেফতার হওয়া সোহরাব উদ্দিন উপজেলার চরটেকী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। প্রেস রিলিজের মাধ্যমে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি (মঙ্গলবার) সকালে উপজেলার চরটেকী গ্রামের দুই ভাই সোহরাব উদ্দিন ও নিজাম উদ্দিনের মধ্যে গাছ কাটা নিয়ে বিরোধ হয়। দুই ভাইয়ের দ্ব›দ্ব মিটাতে গিয়ে সোহরাব উদ্দিনের ছুরিকাঘাতে খুন হন পাশের বাড়ির আলম মিয়া নামের এক কৃষক।
এ ঘটনায় পরদিন নিহতের ছেলে জাকির আলম বাদী হয়ে সোহরাব উদ্দিনকে মূল আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বাকী আসামিরা হলেন সোহরাব উদ্দিনের তিন ছেলে মোঃ ফজল মিয়া, সজল মিয়া ও এখলাছ মিয়া এবং স্ত্রী মোছাঃ হেনা আক্তার।
এর পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন, এসআই মেনহাজ উদ্দিন ও এএসআই রাকিবুলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় মূল আসামি সোহরাব উদ্দিনকে গ্রেফতার করে।
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, হত্যা মামলার মূল আসামিকে দ্রæততম সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকি আসামিদেরও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply