সাহারিয়া, রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছুরিকাঘাতে রাশেদুল(২২) ও একই ঘটনায় ছুরিকাঘাতে আহত হৃদয় (২২) নামের আরো একজনসহ মোট দুইজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হয় মর্মে জানা যায়।
তারাব পৌরসভার ৮নং ওয়ার্ডের তারাব পুরান বাজারে জনৈক ফারুকের মুদির দোকানের সামনে কুত্তা শ্রবন গ্রুপের দুই পক্ষের মাদক সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাশেদুল(২২), পিতা-আমীর হোসেন, সাং- তারাব দক্ষিণ (জনৈক ইমরানের বাসার ভাড়াটিয়া), থানা-রুপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ কে জুনায়েদ(২৫), পিতা- রাজু, সাং- তারাব দক্ষিণ (জনৈক আনোয়ারের বাসার ৪র্থ তলার ভাড়াটিয়া) থানা- রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ ধারালো ছুরি দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া গুরুত্বর জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত রাশেদুলকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে অদ্য ০৫/০২/২০২৫ইং রাত অনুমান ০০.১৫ ঘটিকার সময় মৃত ঘোষণা করেন। এই ঘটনায় হৃদয়(২২), পিতা-জামাল হোসেন, সাং- তারাব, থানা-রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ নামের আরও একজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। চিকিৎসাধীন থাকা অবস্থায় অদ্য ০৫/০১/২০২৪ইং তারিখ দুপুর আনুমানিক ১৪.১৫ ঘটিকার সময় মারা যায়
Leave a Reply