কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান নঅপারেশন ডেভিল হান্ট’-এ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাসহ এ পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ। গত তিন দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের সৈনিকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (৩৯), মুমুরদিয়া ইউনিয়নের ২নং ওয়াডের আঃলীগের সাধারন সম্পাদক নাজমুল হোসেন (৩৫), আচমিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি পল্টন দেবনাথ (৩৭), আচমিতা ইউনিয়নের আঃ লীগের সাবেক সহ সভাপতি জয় ওরফে হৃদয় (৪০), মানিকখালি গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মন্টু(৩৫) ,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমী রাজিব (২২),ও রিপন মিয়া (১৯)।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান , ‘উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন
Leave a Reply