পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের ৪৮তম বার্ষিকক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
১৬১
বার শেয়ার করা হয়েছে।
মোঃ মিজানুর রহমান:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের ৪৮তম বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।
বিদ্যালয়ের সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও কিশোরগন্জ জেলা জজকোর্টের বিঞ্জ পিপি এ্যাড,মোঃ জালাল উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি কামাল উদ্দিন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা আমীর মাও,মোঃ আব্দুল জব্বার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ মোকাররম হোসেন, পাকুন্দিয়া মডেল থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সাখাওয়াত হোসেন, পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক ভূইয়া,পাকুন্দিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন মোঃ জিয়া উদ্দিন টিটু। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন।প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন
Leave a Reply