এম এ আকবর খন্দকারঃ
কল্যাণী ইনক্লুসিভ স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম’র কিশোরগঞ্জ (ডিপিএফ) উদ্যোগে করিমগঞ্জ উপজেলার কাইকুরদিয়া এলাকায় কল্যাণী ইনক্লুসিভ স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও স্কুল কতৃপক্ষের উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডিপিএফ সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী। স্কুলের প্রধান শিক্ষক সানজিদা পারভীন’র সভাপতিত্বে ব্ক্তব্য রাখেন ডিপিএফ মেম্বার এম এ আকবর খন্দকার, এজ্জাজ হোসেন কাজল, শাহিন মিয়া, জাহাঙ্গীর ফকির, এমদাদ উদ্দিন সবুজ। এ সময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুল দেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্কুলের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন একই সাথে স্কুল পরিচালনা সংস্হা বাংলাদেশ প্রতিবন্ধী ফান্ডেশন সম্পর্কে অভহিত হন। আনন্দ ঘন অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সহকারি শিক্ষক সালমা ও মোঃ অপু মিয়া।
Leave a Reply