নিজস্ব প্রতিবেদক
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কটিয়াদী উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকলিমা আক্তার বলেন, নির্বাচন কমিশনের অধীনে থাকা এনআইডি সেবা সরানোর যে আলোচনা চলছে, তা সংবিধানসম্মত নয় এবং এতে বিভিন্ন নাগরিক ঝুঁকি তৈরি হতে পারে। ২০০৭-২০০৮ সালে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ও সশস্ত্র বাহিনীর সহায়তায় নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হয়েছিল। বর্তমানে এই ডাটাবেজে প্রায় ১২.৫০ কোটি নাগরিকের তথ্য রয়েছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
যদি এনআইডি অন্য সংস্থার অধীনে চলে যায়, তবে ডাটাবেজ ম্যানিপুলেশন এবং তথ্য ফাঁসের ঝুঁকি বৃদ্ধি পাবে। এছাড়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন, জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে থাকাই সংবিধানসম্মত, নিরাপদ এবং কার্যকর।
এছাড়াও মানববন্ধনে উপজেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply