কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে কলেজ ও মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের নিয়ে এক কর্মী সম্মেলন আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি মারুফ আল মোস্তফার সভাপতিত্বে ও জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন এর সঞ্চালনায় কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা থেকে কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি লিটন এ আর খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জুলকার নাইন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রেদুয়ান রহমান ওয়াকিউর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজীব, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাদ, ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ ওসামা, হোসেনপুর মাধখলা সিনি. ফাজিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি মোঃ নাঈম হাসান সিরাজী ও সাধারণ সম্পাদক মোঃ পলাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রদলের নেতা কর্মী ও ছাত্র ছাত্রীবৃন্দ।
সম্মেলনের শেষভাগে প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলার প্রতিটি কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে সদস্য অন্তর্ভূক্তী ফরম বিতরণ করেন।
Leave a Reply