মোঃ শাহজাহান ফকির,স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও নান্দাইল পৌর বিএনপি’র আহ্বায়ক সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অব্যাহতির তথ্য জানানো হয়েছে। উক্ত অব্যাহতি পত্রটি বিএনপি’র অফিসিয়াল ফেসবুক পেইজ BNP Media Cell এবং Bangladesh Nationalist Party (BNP) সেল এ প্রচার করা হয়েছে। জানাগেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার কারণে ময়মনসিংহ উত্তর জেলাধীন নান্দাইল পৌর বিএনপি’র আহবায়ক এ এফ এম আজিজুল ইসলাম পিকুল-কে বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা। এছাড়া অব্যাহিতপ্রাপ্ত এ এফ এম আজিজুল ইসলাম পিকুল এর স্থলে নান্দাইল পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: নজরুল ইসলাম ফকির-কে ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তবে অব্যাহতির কারণ হিসাবে দায়ী করা হচ্ছে, বুধবার (১৯ মার্চ) নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও স্থানীয় বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনাকে।
যেখানে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওই কলেজ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। এদিকে এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের সমর্থকরা তাকে অব্যাহতি প্রদান করায় দলের প্রতি নিন্দা জ্ঞাপন করে জানান, দলের দু:সময়ের কান্ডারী ৫০ এর অধিক ফ্যাসিস্ট সরকার কর্তৃক হামলা-মামলায় নির্যাতনের শিকার হওয়ায় বিএনপি নেতাকে এভাবে হেয় প্রতিপন্ন করা সমুচিত বলে মনে করছেন না তারা।
Leave a Reply