মোঃ রাকিবুল ইসলাম রাসেল,নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোর কাফেলা ইসলকমি যুব সঙ্গের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েয়ে। রূক্রবার (২১ মার্চ) বাদ জুমা ডেমরা কালীগঞ্জ সড়কের রূপগঞ্জ থানা ভবনের সামনের অংশে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি ও যুব দল নেতা হাজী আবু মোহাম্মদ মাসুম এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। মানববন্ধন ও মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মোছলে উদ্দিন সালেহি, মাওলানা মাইনুল ইসলাম, মাওলানা কাজী সামছুল আরেফি, রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদের সহ সভাপতি আব্দুল মজিদ, সেক্রেটারি নজরুল ইসলাম, রূপগঞ্জ আলোর কাফেলা ইসলামি যুব সঙ্গের সভাপতি কাউছার আহমেদ প্রমুখ্য। এ সময় অত্র সংঘঠনের সদস্যগন, সর্বস্তরের মুসল্লী ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন। বক্তারা ইসরায়েলকে সন্ত্রাসী ও দখলদার উল্লেখ করে গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, আরব লিগ, ওআইসি, কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং পবিত্র রমজানে সন্ত্রাসী, অবৈধ রাষ্ট্র শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে সাত শ কোটি মানুষের অন্তরে আঘাত করেছে।
এ হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি, বরং যুদ্ধাপরাধ করেছে। এসব করে দখলদার আগ্রাসী বাহিনীর শেষ রক্ষা হবে না। বরং ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। গাজা ও ফিলিস্তিনবাসীর জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে বন্তব্য করেন বক্তারা। এ সময় দেশবাসির কাছে ইসরায়েলি পন্য বয়কট করার আহ্বান জানানো হয়।
Leave a Reply