মোঃ শাহজাহান ফকির স্টাফ রিপোর্টার
ফিলিস্তিনে গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) জুম্মাহ নামাজের পর নান্দাইল উপজেলা সদরে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতী তারিক জামিলের সভাপতিত্বে যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাও: হুমায়ূন কবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মাহাদী হাসান মিম্মান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল আহাদ, সেক্রেটারি মাওলানা ফজলুল করীম প্রমুখ। এসময় বক্তারা বলেন ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি দেওয়ার পরও ইজরাইল চুক্তি বঙ্গ করে গাজার বেসামরিক মুসলমানদের উপর নির্বিচারে বোমা হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি ভারতের নাগপুরে মুসলিম নিপিড়ন বন্ধ করার জন্য ভারতের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সেক্রেটারি মেহেদী হাসান পলাশ, নান্দাইল শাখার সহ-সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক, মুহাম্মাদ এমদাদুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি, মাওলানা দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক, মাওলানা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি, মুহাম্মাদ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক, আশরাফুল ইসলাম শামিম এছাড়াও বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ ও তৌহিদি জনতা প্রমুখ।
Leave a Reply