মোঃ শাহজাহান ফকির,স্টাফ রিপোর্টার
ময়মসনসিংহে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নান্দাইল উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার নান্দাইল উপজেলা সদর নতুন বাজারে প্রাথমিক শিক্ষক সমিতির নিজস্ব ভবনে শিক্ষক নেতৃবৃন্দের উদ্যোগে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান নাসিমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জাকির আহম্মেদ তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাফিজুল ইসলাম, সহকারী শিক্ষা মনিটরিং অফিসার আব্দুল কাইয়ূম সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। ইফতার পূর্বক অনুষ্ঠানে ঘোষপালা ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আবলু হাসনাত মোহাম্মদ এনামুল হক শিক্ষক-শিক্ষিকা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন।
Leave a Reply