মোঃ শাহজাহান ফকির,স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের উত্তর খামারগাঁও গ্রামে এক তরফা জমি মাপামাপির জেরে দু-পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে খামারগাঁও গ্রামের মৃত জয়নাল আবেদীন ও মৃত আ: খালেকের পরিবারের গংদের মধ্যে এক খন্ড জমি নিয়ে এ ঘটনা ঘটে। জানাগেছে, মৃত জয়নাল আবেদীনের পুত্র নয়ন ও রুসর.মিয়ার পরিবারের সাথে একই গ্রামের বংশীয় প্রতিপক্ষ মৃত আ: খালেকের পুত্র মোবারক মিয়া, আনোয়ার হোসেন ও মোশারফ হোসেন গংদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক সালিশ দরবারেও এর কোন সুরাহা হয়নি। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে মোবারক গংরা নিজেদের ইচ্ছামত (একতরফা) জমি-জমা মাপামাপি করিয়া জমি দখল নেওয়ার চেষ্টা করে। উক্ত মাপামাপিতে নয়ন মিয়া ও তাঁর পরিবারের লোকজন বাধা দিতে গেলে প্রতিপক্ষ মোবারক মিয়া, আনোয়ার হোসেন ও মোশারফ হোসেন গংরা দলবদ্ধভাবে তাদের উপর আক্রমন করে। এতে নয়ন মিয়া সহ তাঁর সহোদর ভাই কাজল মিয়া, চাচাতো ভাই সোলায়মান মিয়া, সোহাগ মিয়া ও চাচাতো বোন আজিদা খাতুন গুরুতর আহত হয়। বর্তমানে সোহাগ মিয়া মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নয়ন মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের দশজনের নাম উল্লেখ করে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ করে। এ বিষয়ে অভিযোগকারী নয়ন মিয়া বলেন, প্রতিপক্ষ মোবারক গংরা দীর্ঘদিন যাবত তাদেরকে অত্যাচার নির্যাতন করে আসছে। আমাদের জমি জোরপূর্বক দখলে নেওয়ার জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এছাড়া প্রতিপক্ষরা তাদের আত্মীয় স্বজন সহ বাইরের লোকজন এনে আমাদের উপর হামলা করে। এদের হাত থেকে রেহাই পেতে পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। অপরদিকে মোবারক মিয়ার পরিবারের সদস্য মোশারফ হোসেনের সাথে কথা বলে জানা যায়, তাদের জমি তারা মেপে বুঝে নিতে চাইলে এতে বাধা দেওয়ায় উভয় পক্ষের মধ্যে মারামারির সৃষ্টি হয়। তবে তাদের পরিবারের তিনজন আহত হয়েছে বলে জানায়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply