মোঃ শাহজাহান ফকির,স্টাফ রিপোর্টার:
দেড় মাস আগে নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের দাপনহাটি গ্রামে রাতের বেলায় এক গৃহবধু জোরপূর্বক ধর্ষণের শিকার হয়। এসময় ধর্ষক সোহাগ মিয়ার সহযোগী শাহজাহান ওই ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে রাখে।
কিন্তু ধর্ষিতার পরিবার লোক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে ধর্ষক সোহাগ মিয়া ধারনকৃত ধর্ষনের ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে পুনরায় ধর্ষণের কু-প্রস্তাব দিতে থাকে। এতে ধর্ষিতা রাজি না হওয়ায় “রাজা রাজা” নামে একটি ফেসবুক আইডিতে ধর্ষিতার নগ্ন ছবি ছেড়ে দেয়।
উক্ত ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু মামলা নং- ৭৪/২০২৫ দায়ের করেছে। তবে ওই মামলা তুলে নিতে ধর্ষিতাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে ধর্ষক ও ধর্ষকের পরিবার।
জানাগেছে, ধর্ষক সোহাগ মিয়া (৩৫) একই গ্রামের মৃত ফজলুল হকের পুত্র এবং সহযোগী শাহজাহান মিয়া ইন্দারগাতী গ্রামের মৃত রজব আলীর পুত্র।
গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ইং রাতে উক্ত গৃহবধুকে বাড়ির পাশে হাত মুখ বেধে ধর্ষণ করে। বিজ্ঞ আদালত মামলাটি গ্রহন করে ময়মনসিংহের পিবিআই কর্তৃপক্ষের তদন্ত করে প্রতিবেদন দাখিলের নিদের্শ প্রদান করেছেন।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ জানান, মামলা তুলে আনার জন্য বাীকে প্রাণনাশের হুমকী দিয়ে যাচ্ছে।
Leave a Reply