গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় ৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা হলেন ইউপি সদস্য শহিদুল ইসলাম (স্বতন্ত্র), আলমগীর মন্ডল (স্বতন্ত্র), ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জান্নাতুল নবী রিপন (স্বতন্ত্র), হাবিবুর রহমান চৌধুরী (স্বতন্ত্র), মনিরুজ্জামান রাসেল (স্বতন্ত্র) ও সাহারুল ইসলাম (স্বতন্ত্র)।
উল্লেখ্য; ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১০ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং ২৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৩শ’ ৫০ জন। এরমধ্যে নারী ভোটার ১৫ হাজার ১১ জন ও পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ’ ৩৯ জন।
Leave a Reply