আফজালুর রহমান উজ্জ্বল বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গোবিন্দপুর ইউনিয়নের দঃপানান গ্রামের আগুনে পুড়ে নিঃস্ব সরুফা, হারুন দম্পত্তি পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কাজি নাহিদ ইভা । গত ১১ এপ্রিল বিকেল আনুমানিক সারে চারটায় বসত ঘরের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে নিমিষেই চোখের সামনে সবকিছু পুরে ছাই হয়ে গেছে সরুফা, হারুন দম্পত্তির স্বপ্ন , এমন খবর পেয়ে দৈনিক আলোকিত সমাচার ও এসটি বাংলা টিভির বিশেষ প্রতিনিধি, ১২ এপ্রিল শনিবার সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে, ( বিদ্যুতে আগুনে পুড়ে ছাই হল সরুফা হারুণ দম্পতির স্বপ্ন, বুকফাটা আহাজারিতে পানান গ্রামের বাতাস ভারী )এসটি বাংলা টিভি তে এমন শিরোনামে একটি সংবাদ প্রচার করলে বিষয়টি হোসেনপুর উপজেলা প্রশাসনের নজরে আসে, পরে হোসেনপুর উপজেলা প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার( ভূমি) ফরিদ আল সোহান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন । এছাড়াও গতকাল ১৬ এপ্রিল বুধবার দুপুরে ইউএনও কাজি নাহিদ ইভা সরুফা, হারুন দম্পতির পরিবারের খোঁজ খবর নিতে দঃ পানান গ্রামে যান এবং তাদের মাঝে বস্ত্র বিতরণ করেন ও পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় মানবিক ইউএনওর সাথে ছিলেন, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মালেক খোকা ও সরুফা, হারুন দম্পতির স্বজনেরা। এদিকে মানবিক ইউএনওর এমন সব সহযোগিতায় গ্রামবাসী অনেক আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।
Leave a Reply