নুরুজ্জামান আশরাফ,বাজিতপুর,কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের নয়াহাটি গ্রামে থাকতেন আকরাম মিয়া।জিবনের তাগিদে কিছু দিন আগে রাশিয়ার পারি জমান।একজন রাশিয়া প্রবাসি ছিল এবং সে ওয়েল্ডিং এর কাজ করত তারপর দালালদের কবলে পরে তাকে বাধ্য হয়ে রাশিয়ান সেনাবাহিনীর সদস্য হিসাবে হিসেবে যোগ দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার হয়।রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহন করে এবং সে ১৪এপ্রিল তারিখ থেকে নিখোজ এবং আজ১৭/০৫/২৫ইং রোজঃবৃহস্পতিবার সন্ধায় রাশিয়া থেকে তার সহযোদ্ধারা ফোন কলে জানিয়েছেন আকরাম যুদ্ধে নিহত হয়েছেন।তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতাম। তার দাদা শহীদ মিয়া দাবি করেছেন তার নাতি আকরাম এর লাশ দেশে আনতে সরকার এর সহযোগিতা কামনা করেন।
Leave a Reply