আফজালুর রহমান উজ্জ্বল :বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার কাইছমা গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে ফখরুল ইসলাম ও তার স্ত্রী তানিয়া আক্তার এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। উপজেলার ধুলিহর গ্রামের রমজান আলীর স্ত্রী শামসুন্নাহার ও দক্ষিণ ধুলিহর গ্রামের মৃত সুরুজ মিয়ার স্ত্রী রোকসানা আক্তার বাদী হয়ে (২০ এপ্রিল) ফখরুল-তানিয়া দম্পত্তির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার দায়ে হোসেনপুর থানায় আলাদা আলাদা লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় বিগত ১০/১১/২০২০ ইং তারিখে অভিযুক্ত ফখরুল ইসলাম অসুস্থ হইয়া চিকিৎসা নিতে থাকে। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হইয়া টাকার জন্য চিকিৎসা নিতে না পারায় শামসুন্নাহারের কাছ থেকে নগদে ৫০ হাজার টাকা এবং ব্যুরো বাংলাদেশ এনজিও থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করে লিখিত চুক্তিপত্র দলিলে উল্লেখ করে ধার নেয়। একাধিকবার যোগাযোগ ও শালিস বৈঠক করেও টাকা আদায় করতে পারেনি। চার বছর আগে রোকসানা আক্তার এর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয় ফকরুল- তানিয়া দম্পত্তি অসংখ্যবার তাগিদ দিয়েও পাওনা টাকা আদায় করতে পারেনি। সম্প্রতি শামসুন্নাহার-রোকসানা
পাওনা টাকা চাইতে গেলে কোন টাকা পয়সা পাবেনা বলে সাফ জানিয়ে দেন ফখরুল-তানিয়া দম্পত্তি। ভুক্তভোগী শামসুন্নাহার জানান, পাঁচ বছর আগে ফখরুল-তানিয়াকে ধার দেয়া ১ লক্ষ ৮৫ হাজার টাকা আদায় করতে না পারায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আশা করি আইনের মাধ্যমে প্রতিকার পাব। বিধবা রোকসানা আক্তার জানান, চার বছরেও ফখরুলের কাছে পাওনা টাকা আদায় করতে পারেনি। টাকা আদায় করতে না পেরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রতিবেশী অধ্যাপক আমিনুল হককে ফখরুল-তানিয়া গং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুরুতর রক্তাক্ত জখম করায় থানায় দায়ের করা মামলায় ফখরুল ইসলাম জেলে হাজতে থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply