নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে লামিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ রাস্তায় ফেলে পালানোর সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছেন তার স্বামী ও শাশুড়ি। রোববার (২০ এপ্রিল) দুপুরে এলাকাবাসী তাদের আটক করে রূপগঞ্জ থানায় সোপর্দ করে।
এর আগে শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, নিহত লামিয়ার স্বামী শাওন অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। গৃহবধূ লামিয়া তাকে বাধা দিলে শুরু হয় কথাকাটাকাটি। একপর্যায়ে লামিয়াকে মারধর করেন শাওন। এতে ক্ষুব্ধ হয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন লামিয়া আক্তার।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ নিয়ে বাড়ি ফেরার সময় সড়কে লোকজনের উপস্থিতি টের পেয়ে রাস্তায় লাশ ফেলে পালানোর চেষ্টা করেন শাওন ও তার মা ফাতেমা। তবে এলাকাবাসী টের পেয়ে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার পর থেকে নিহত গৃহবধূর শ্বশুর তারা মিয়া পলাতক রয়েছেন।এ ঘটনায় লামিয়ার বাবা আমির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply