নিজস্ব প্রতিবেদনঃ কুমিল্লা জেলার মনোহরগন্জ উপজেলা বিপুলাসার ইউনিয়নের সাইকচাইলে বিধবা রহিমা খাতুনকে সংসার ও স্বামীর ভিটেমাটি থেকে বন্চিত করছে ছোট সতিন ও প্রতিবেশী অপরাধীরা। কন্যা ও ছেলেদের নিয়ে স্বমাীর বাড়ীতে থাকতে পারছেন। গ্রামে, ইউনিয়নের মেম্বার ও বিপুলাসার ইউনিয়নের চেয়ারম্যান এর সিদ্ধান্ত অমান্য করে চলছে। ভিটেমাটি থেকে বিতাড়িত করেছেন, ভূয়া দলিল সৃজন করে স্বামীর সকল সম্পত্তি বিক্রি করার কথায় দখলে নেয়। বাড়ীতে থাকতে না পারায় অবশেষে মনোহরগন্জ থানায় অভিযোগ দিয়ে কোন সু ফল না পাওয়ায় গত ১৮ মার্চ ২০২৫ ইং আইন বিচার ও স্ব রাষ্ট্র মন্ত্রণালয় জন নিরাপত্তা শাখা বাংলাদেশ সচিবালয়ে লিখিত আবেদন করেন রহিমা খাতিন। এদত বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জোরদাবী জানানো হয়। উল্লিখিত বিষয়ে তদ্রফ অনুলিপি স্থানীয় প্রশাসনিক ৮ টি দপ্তরে প্রদান করা হয়, যথা সরেজমিন তদন্ত কালে সত্যতা পাওয়া যাবে। অপরদিকে রহিমা খাতুন একই এলাকায় পিতার ওয়ারিশ বন্টনে বিভিন্ন হাল দাগ খতিয়ানে নিজের ভাই বোনদের প্রতানার শিকার হয়ে বর্তমান বাজার মূল্যে প্রায় ১৫ লক্ষ টাকার সহায় সম্পত্তি দখল পায়নি। যার ফলে তাকে ষড়যন্ত্র করে প্রাণনাশ করার চেষ্টা করেছে বলেও অভিযোগ রয়েছে।
Leave a Reply