মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাংবাদিক আসাদুজ্জামান ফকির (৪৮) এর দাফন সম্পন্ন হয়েছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার আসরবাদ উপজেলার জালাল পুর চরপুকিয়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সাংবাদিক আসাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক বাংলার নবকন্ঠের কটিয়াদী উপজেলা প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান ফকির(৪৮) ২৪ই এপ্রিল বৃহস্পতিবার ভোর ০৬টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন।
সিনিয়র এই সাংবাদিক কিছুদিন যাবৎ হার্টের সমস্যা এবং ডায়াবেটিস জনিত রোগে আক্রান্ত ছিলেন। সোমবার (২১ই এপ্রিল ) তার হার্টের সমস্যা দেখা দিলে তাকে প্রথমে বাজিতপুর ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে থেকে একদিন পর উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার ভোর ০৬ টার সময় অত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরহুম আসাদুজ্জামান ফকির এর জানাজা নিজ বাড়ি উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামে বাদ আসর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, এক পুত্র ও দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী-গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা ও উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনিক কর্তকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ।
Leave a Reply