মোঃ শাহজাহান ফকির স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর জন্য বীজ, গাছ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ৮৬ জন কৃষক-কৃষাণী পরিবারের মাঝে এ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা। পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে বেড়ার জাল, পানির ঝাঁঝরি, প্রদর্শনীর সাইনবোর্ড, বিভিন্ন প্রজাতির ৫টি গাছের চারা (লেবু, আম, পেয়ারা, বরই ও নিম), জৈব সার, ভার্মিকম্পোস্ট, বীজ সংরক্ষণ পাত্র সহ ১৫ রকমের তিন মৌসুমী ফসলের বীজ প্রদান করা হয়। এসময় অতিরিক্ত কৃষি অফিসার আতিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আবু আহম্মেদ তারিফ, উপসহকারী কৃষি অফিসার মাহমুদুল হাসান ও মোস্তাফিজুর রহমান সহ উপকারভোগী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, পরিবারের নিরাপদ ফল ও সবজির চাহিদা পূরণে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি নারীদের বাড়তি আয়েরও সুযোগ তৈরি হচ্ছে। মাঠ পর্যায়ের আমাদের লোকজন সার্বক্ষণিক তদারকির মাধ্যমে এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নে তৎপর রয়েছেন।
Leave a Reply