পুলিশ অফিস সম্মেলন কক্ষে বিজ্ঞ মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, নরসিংদী মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশের কর্ণধার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়।
বিদায়ী অতিথির সার্বিক মঙ্গল, কর্মময় ভবিষ্যত ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সম্মানিত সভাপতি তাঁর বক্তব্যে মাননীয় বিজ্ঞ জেলা ও দায়রা জজ, নরসিংদী মহোদয় নরসিংদীতে তাঁর অতিবাহিত কর্মকালে সকল ক্ষেত্রে যোগ্যতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন মর্মে অভিমত ব্যক্ত করেন।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জনাব মেহেরুন্নেসা বিচারক জেলা ও দায়রা জজনারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, নরসিংদী, জনাব আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ্, সিনিয়র সহকারী জজ, রায়পুরা, নরসিংদী, জনাব মোল্যা সাইফুল আলম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,নরসিংদী, জনাব মোঃ রকিবুল হক, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালত, নরসিংদীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply