বিনোদন ডেস্ক
কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে সাধারণ ছাত্রছাত্রীরা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন। আজ বৃহস্পতিবার বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর শাহবাগে এমন চিত্র দেখা গেছে। তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। ছাত্র-ছাত্রীদের সঙ্গে অপরাধীর মতো আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার দিয়ে সালমান লিখেছেন, ‘কোটা একটি কেলেঙ্কারি। এটা সবসময়ই হবে। বাংলাদেশ নিজেই নিজের ভবিষ্যতের বিরুদ্ধে। এটা লজ্জাজনক। দেশের উচিত ছাত্রদের ন্যায্য দাবি মেনে নেওয়া। লাঠি, অবরোধ ও ট্যাঙ্ক দিয়ে তাদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা না।’
সবশেষে সালমান বলেন, ‘আমাদের মন্ত্রী-নেতারা বসে আছেন এবং আদেশ পাঠাচ্ছেন। তারচেয়ে বরং যে বাংলাদেশকে সবাই ধ্বংস করেছে ওই বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা ভালো পরিবর্তন আনা উচিত।’
এদিকে বৃহস্পতিবার সারাদেশে বাংলা ব্লকড কর্মসূচী পালন করছে আন্দোলনকারীরা। আজ ১১ জুলাই বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় কোটা সংস্কার আন্দোলনের ব্লকেড কর্মসূচি ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।