ডেস্ক ক্রীড়া ,
ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে নেইমার জুনিয়র। সময়টা অবশ্য চুটিয়ে উপভোগ করছেন তিনি। এবার তৃতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বিতীয় কন্যা ও তৃতীয় সন্তানের বাবা হওয়ার কথা নিজেই জানিয়েছেন ইনজুরিতে মাঠের বাইরে থাকা এই তারকা। তার তিন সন্তানের মা তিনজন।
দ্বিতীয় সন্তানের জন্মের নয় মাসের মাথায় তৃতীয় সন্তানের আগমন নেইমারের ঘরে। ব্রাজিলিয়ান সুপারস্টার অনেকটা চুপিসারেই পৃথিবীতে স্বাগত জানিয়েছেন তার দ্বিতীয় কন্যা হেলেনাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেরিতে হলেও খবরটি জানিয়েছেন নেইমার। গত ১৯ জুলাই সদ্য জন্ম নেয়া মেয়েকে সঙ্গে নিয়ে ছবি আপলোড করে ইনস্টাগ্রামে খবরটি দিয়েছেন তিনি। গত ৩ জুলাই হেলেনার জন্ম হয়।
তৃতীয় সন্তানের জন্মের সাতমাস আগে প্রেমিকা ব্রুনা বিয়ানয়ার্দির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন নেইমার। নয়মাস আগে বিয়ানকার্দির গর্ভেই জন্ম হয় তার দ্বিতীয় সন্তান ও প্রথম কন্যা মাভির।
উল্লেখ্য ২০ বছর বয়সে প্রথম সন্তানের বাবা হন নেইমার। ১২ বছর আগে তৎকালীন প্রেমিকা ব্রাজিলিয়ান মডেল ক্যারোলিনা দান্তসের গর্ভে জন্ম হয় ছেলে দাভি লুকার।
নেইমারের তৃতীয় সন্তান তথা হেলেনার মা আমান্দা কিম্বার্লি। তিনিও ব্রাজিলের একজন মডেল এবং ইনফ্লুয়েন্সার। একই দিনে তিনিই সন্তানের পৃথিবীতে আগমনের কথা ইনস্টাগ্রামে জানান দেন।
গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে নেইমারের এসিএল লিগামেন্ট ছিঁড়ে যায়। তখন থেকেই মাঠের বাইরে তিনি। সম্প্রতি সৌদি লিগের দল আল হিলালের অনুশীলনে ফিরেছেন ৩২ বছর বয়সী নেইমার। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচেই জাতীয় দলের জার্সিতে ফিরতে পারেন নেইমার।