ধর্ম ডেস্ক
ইমাম রুকুতে থাকা অবস্থায় জামাতে শামিল হওয়ার জন্য অনেকে তাকবির বলতে বলতে রুকুতে চলে যান। কারো ক্ষেত্রে এমন হয় যে, তাকবিরে তাহরিমা শেষ হয় রুকুর কাছাকাছি গিয়ে। তাই অনেকে জানতে চান, ইমাম রুকুতে থাকলে তাকবির বলার নিয়ম কী এবং তাকবিরে তাহরিমা বলতে বলতে রুকুতে চলে গেলে নামাজ হবে কি না।
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, তাকবিরে তাহরিমা দাঁড়ানো অবস্থায় অথবা দাঁড়ানোর কাছাকাছি থাকাবস্থায় শেষ করা জরুরি। রুকুতে গিয়ে বা রুকুর কাছাকাছি গিয়ে তাকবিরে তাহরিমা বলা শেষ হলে নামাজ হবে না। এক্ষেত্রে নামাজটি পুনরায় পড়ে নিতে হবে।
যদি কোনো ব্যক্তি জামাতে এসে ইমাম সাহেবকে রুকুতে পায়, তাহলে নিয়ম হলো- হাত উঠিয়ে দাঁড়ানো অবস্থায়ই তাকবিরে তাহরিমা বলবে। তারপর হাত না বেঁধে রুকুর তাকবির বলে রুকুতে যাবে। যদি তাকবিরে তাহরিমা দাঁড়ানো অবস্থায় বলা শেষ না করে কেউ রুকুতে যায়, তাহলে নামাজ হবে না, কেননা তখন তা রুকুর তাকবির বলে গণ্য হবে।
(আল মুহিতুল বুরহানি: ২/৩৭; খুলাসাতুল ফতোয়া: ১/৮৪; ফতোয়ায়ে খানিয়া: ১/৮৭; ফাতহুল কাদির: ১/২৪৩; মারাকিল ফালাহ: পৃ-১১৮; রদ্দুল মুহতার: ১/৪৫২, ১/৪৮০