শাহজাহান ফকির স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সাবেক মেয়র, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও বারবার কারানির্যাতিত বিএনপি নেতা এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১১টায় উপজেলা সদরে ছাত্র-জনতার বিজয় উল্লাস ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
স্বৈরাচার সরকার শেখ হাসিনা’র হাত থেকে বাংলাদেশ আরেকটি বিজয় লাভ করেছে বলে বিজয় উল্লাস ও মিছিল পূর্বক ছাত্র-জনতা ও বিএনপি- জামাতের নেতাকর্মীবৃন্দ দেশের ছাত্র আন্দোলনের ছাত্রসমাজকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। পাশাপাশি আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত করেন। সকাল ১০ টা থেকে বিএনপি নেতা এ.এফ.আজিজুল ইসলাম পিকুলের বাসভবনের সামনে নান্দাইলের ১টি পৌর সভা ও ১৩টি ইউনিয়নের বিএনপি-জামাত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ছাত্র-জনতা একত্রে জড়ো হয়ে বিজয় উল্লাস করে। পরে সকলের সমন্বয়ে এক বিশাল বিজয় মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় পূর্বেও স্থানে মিলিত হন। এসময় সাবেক বিগ্রেডিয়ার জেনারেল ড. এ.কে.এম শামছুল আলম শামস ভাচুর্য়াল পদ্ধতিতে (ভিডিও কনফারেন্সে) বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি (বিগ্রেডিয়ার), শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি-জামাতের সকল নেতাকর্মী সহ ছাত্র-জনতাকে শান্ত থাকার আহ্বান জানান।