পিরোজপুর প্রতিনিধি:
শেখ হাসিনা সরকারের পতনে পিরোজপুর গণ অধিকার পরিষদের উদ্যোগে একটি বিজয় মিছিল হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে পৌর শহরের পুরাতন বাসস্টান্ড দলীয় কার্যালয় থেকে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে একটি আলোচনা সভা করে আবারও বিজয় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি আতিকুল ইসলাম মান্না,মো. কামাল হোসেন। মোঃ সিরাজ খান আরিফ, মোঃ মোঃ মোস্তফা কামাল অপু , ফেরদৌস আরা জান্নাত।
এ সময় গণ অধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।