মোঃ মোফাসসেল সরকার, বিশেষ প্রতিনিধি,
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট (বৃহস্পতিবার),সকাল ১২টার দিকে কটিয়াদী উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় কিশোরগঞ্জ কমান্ডিং অফিসার লেঃ কঃ মোঃ রিয়াজুল করিম,সহঃ কমিশনার ভূমি তামারা তাসবিহা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দার ছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন।