কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ই আগস্ট (রবিবার) বিকাল ৩টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলের সঞ্চালনায় দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সোবহান,উপজেলা বিএনপির সহ সভাপতি ও আচমিতা ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী,পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব,পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মিঠু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ টিপু সুলতান,জেলা ছাত্রদলের সহ সভাপতি মুশফিকুর রহমান উবায়দুল ও বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন এবং বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।