টানা কয়েক দিন বন্ধ থাকার পর আজ (সোমবার) কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছে গাইবান্ধার সকল থানায় কার্যক্রম চালু করা হয়েছে । গাইবান্ধা সদর থানার কার্যক্রম শুরু হওয়ার প্রথম দিনে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্ররা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় । এসময় শিক্ষার্থীরা পুলিশের মনোবল বাড়াতে ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন। এসময় পুলিশ সুপার ইবনে মিজান সহ অতিরিক্ত পুলিশ সুপার, থানার ইনচার্জ সহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।
সকল থানায়-পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও শুরু হওয়ায় সর্বসাধারনের স্বস্থির নিঃশ্বাস ফিরে এসেছে । পুলিশ সুপার ইবনে মিজান জানান – গাইবান্ধা জেলার ৭ টি থানার কার্যক্রম ইতোমধ্যে স্বাভাবিকভাবে শুরু হয়েছে ।
থানা পুলিশের কার্যক্রম স্বাভাবিক হয়েছে দেখে জন সাধারনের মধ্যে আইন শৃঙ্খলা অবনতির ভয় কেটে গেছে।এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গাইবান্ধায় জনজীবনে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। জেলা ও উপজেলা শহরে সকল প্রকার ছোট বড় যানবাহন রাস্তায় চলাচল করছে । সড়কের গুরুত্বপূর্ন পয়েন্টে গুলোতে আজ সকাল থেকে ট্রাফিক সদস্যরা আবারও দায়িত্ব পালন শুরু করেছে ।